স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : ২০২৩ -এর আগে এস সি, এস টি এবং ও বি সি অংশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ স্বাধীনতা ৭৫ বছর হয়ে গেলেও পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নয়ন হয়নি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন আজাদ সমাজ পার্টির নেতা আশিস দাস।
তিনি এদিন মনোনীত প্রার্থী ব্রজলাল দেবনাথের হয়ে বলেন, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে এগিয়ে আসে। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯০ শতাংশ মানুষ পিছিয়ে পড়া অংশের। বিগত দিনে যারা এলাকা থেকে বিধায়ক হয়েছেন তারা ৯০ শতাংশ মানুষের উন্নয়নে কোন উদ্যোগ নেয়নি। আর অভিযোগ তুলে বলেন ১৬ জুন নোয়াগাঁও এলাকায় প্রচার করতে গিয়ে দুর্বৃত্তদের হুমকির শিকার হয়েছে কর্মী-সমর্থকরা। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী সহ অন্যান্য কর্মী সমর্থকরা।