স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : পুকুরের জলে ভাসমান হাতির শাবকের মৃতদেহ । ঘটনা চাকমা ঘাট হারাধন পাড়ার শান্তি লঙ্গার জঙ্গলে। হাতি শাবকের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। শনিবার সকালে স্থানীয় এলাকার এক যুবক গরু চরাতে গিয়ে প্রত্যক্ষ করে পুকুরে ভাসমান অবস্থায় কি যেন একটা পড়ে রয়েছে।
পরবর্তীতে সে জলে নেমে দেখতে পায় একটি মৃত হস্তী শাবক পড়ে রয়েছে। তার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে ফোনে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের এস ডি এফ ও সাবির কান্তি দাসকে জানানোর চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর ফোন ধরেনি এস ডি এফ ও । পরবর্তী সময় এলাকাবাসিরা জেলা বন আধিকারিককে ঘটনা স-বিস্তারে জানায়। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মিদের পাঠানো হয়। এলাকাবাসীরা জানায় দুই আগে মৃত্যু হতে পারে হস্তী শাবকের । তাদের ধারনা দুর্বল হস্তী শাবকটি জল খেতে এসে পুকুরে পড়ে মৃতু হয়েছে। এদিকে হস্তী শাবকের মৃত্যুর কারন স্পষ্ট হবে ময়না তদন্তের পরেই।