স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : কাটা খালে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর দাস পাড়া এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম সিরাজ মিয়া। জানা যায় এইদিন সকালে অন্যান্য দিনের ন্যায় সিরাজ মিয়া কাটা খালের জলে স্নান করতে যায়।
জলে নামার পর সিরাজ মিয়া জলের স্রোতে পড়ে যায়। ফলে সে জলের নিচে তলিয়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন পুলিস, দমকল বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। নিখোঁজ সিরাজ মিয়ার স্ত্রী ও এলাকার লোকজনদের অভিযোগ দমকল বাহিনীর কর্মীদের সকাল সারে ৮ টায় খবর দেওয়া হলেও সকাল ১১ টা পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে নি। এ নিয়ে এলাকার লোকজন এক প্রকার ক্ষোভ প্রকাশ করে। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে কাটা খালে তল্লাশি অভিযান শুরু করে। খবর দেওয়া হয়েছে এন.ডি.আর.এফ জওয়ানদের। ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। অসাবধানতার কারণেই এই ঘটনা বলে অনেকের অভিমত।