স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : আগামী ২৭শে জুন রথযাত্রা। আগরতলায় এ বছর ইসকন মিশন তাদের ১১ তম রথযাত্রা অনুষ্ঠিত করতে চলেছে। মোট ১২১ টি দেশে ইসকনের রথযাত্রা বের হবে শুক্রবার। আগরতলার ইসকনের রথযাত্রা বের হবে পূর্বাশা প্রাঙ্গণ থেকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।
বুধবার পূর্বাশা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ইসকন মিশনের ত্রিপুরা রিজিওনাল সেক্রেটারি মায়াপুর আশ্রম নিবাসী ভক্তি বিজয় ভাগবত। এই রথ যাত্রাকে ঘিরে পূর্বাশা প্রাঙ্গনে নয় দিনব্যাপী বসবে মেলার আসর। পাশাপাশি এই দিনগুলিতে শিশুদের বিভিন্ন বিনোদনমূলক এবং প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কর্মকাণ্ড থাকবে। প্রত্যেকদিন সন্ধ্যায় বৈদিক কুইজ এবং বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি রথযাত্রারকে কেন্দ্র করে নিয়মিত কীর্তন, আরতি, নাটক, নৃত্যের অনুষ্ঠানের পাশাপাশি শেষে ভক্তদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা। উল্টো রথের দিন উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন সভাপতি শ্রীদাম গোবিন্দ দাস সহ অন্যান্যরা।

