স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন :কেঁচো খুঁড়তেই বের হয়ে আসল সাপ!কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ডঃ বিক্রান্ত ভুরিয়া। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য। পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী আগেই বলেছেন যারাই গরিব, আদিবাসী নিয়ে যারাই আওয়াজ তুলবে তাদের উপর বিজেপি হামলা চালায়। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা এর জলজ্যান্ত উদাহরণ।
তিনি আরো অভিযোগ তুলে বলেন, ২০২৩ সালে ৪ জুলাই মধ্যপ্রদেশের সিধি জেলার করবি গ্রামে এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করেছিল বিজেপি নেতা কবে শুক্ল। আদিবাসী মহিলার স্বামী দশমত রাওয়াত যখন নিখোঁজ হয়েছিলেন তখন তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ফোন করে তাকে বলেছিলেন মোটা অংক এবং ঘর দিয়ে দেওয়া হবে। কিন্তু মহিলার কাছে তখন আশ্চর্যের বিষয় হয়েছিল, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান আদিবাসী মহিলার স্বামীকে অপহরণ করেছে? এবং এই ঘটনায় স্পষ্ট ২০২৩ সালে মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ রাজ সিং চোহান মহিলাকে পয়সা দিয়ে কেনার চেষ্টা করেছিল।
তখন আদিবাসী মহিলা মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আমার পয়সা লাগবে না। আমার স্বামীকে ফিরিয়ে দেন। তাই ভারতীয় জনতা পার্টি একটা গুন্ডার দল। তারা আদিবাসীদের শোষণ করে এবং অত্যাচার করে। তিনি আরো বলেন ত্রিপুরার জনজাতিদের জন্য ষষ্ঠ তপশিল অন্তর্ভুক্ত ১২৫ তম সংবিধান সংশোধনী নিয়ে এডিসি এলাকায় যাবেন কংগ্রেস নেতৃত্ব। জাতির জনজাতিদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়। তাহলে জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক সহ সার্বিক বিকাশ ঘটবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখাপাত্র প্রবীণ চক্রবর্তী সহ অন্যান্যরা।

