স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলেন রাজ্য সরকার অতিরিক্ত সচিব। আগামী ১৮ জুন এবং ১৯ জুন রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু এলাকায় বন্যা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যের জেলা শাসকদের সমস্ত প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার অতিরিক্ত সচিব পি আচার্যী।
তিনি আরো জানিয়েছেন, বন্যার জল নিষ্কাশনের জন্য প্লাবিত এলাকায় জলের পাম্প চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের এগিয়ে নিয়ে আসতে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। পাশাপাশি নৌকা, লাইফ জ্যাকেট এবং বন্যা মোকাবিলা করার জন্য সংঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে। এবং রাজ্যের যেসব স্থানে নিচু এলাকা রয়েছে সেখান থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ের স্থানে সরিয়ে আনার জন্য বলা হয়েছে। ত্রান দেওয়া শুরু করার জন্য বলা হয়েছে। বন্যায় যেসব এলাকায় ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারের অতিরিক্ত সচিব। পরিস্থিতি যাতে ভয়াবহ না হয় সেদিকে গুরুত্ব দিয়ে এই নির্দেশিকা প্রত্যেক জেলাশাসকের উদ্দেশ্যে জারি করেছেন।