Friday, April 19, 2024
বাড়িরাজ্যসন্ত্রাসের উপর ভীতসন্ত্রস্ত হয়ে থাকলে চলবে না, মানুষের সমস্যা তুলে ধরতে হবে...

সন্ত্রাসের উপর ভীতসন্ত্রস্ত হয়ে থাকলে চলবে না, মানুষের সমস্যা তুলে ধরতে হবে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : জ্বলন্ত সমস্যা নিয়ে যখন সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চাইছে তখনই আক্রান্ত শিকার হয়েছে। কিন্তু তারপরেও মানুষের জ্বলন্ত সমস্যা সমাধান করতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সিপিআইএম জিরানিয়া মহাকুমা কমিটি। কারন মানুষের পানীয় জলের সমস্যা, সেচের জল নেই, কাজ নেই, খাদ্য নেই। এই সমস্যা গুলি পশ্চিম জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানানো হবে।

 আর তিনি যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে বিষয়টি যেন মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করেন তার জন্য বলা হবে। শুক্রবার খয়েরপুর স্থিত প্রাক্তন বিধায়ক পবিত্র করে বাড়িতে বামফ্রন্টের বিধায়ক পরিষদীয় দলের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন জিরানিয়া মহকুমা বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সাথে সরাসরি আলোচনা করা হয়েছে। আলোচনায় যেসব সমস্যা উঠে এসেছে সেগুলো জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। তিনি বলেন গত চার বছরে রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জিরানিয়া মহকুমা এলাকাটি। পাশাপাশি অন্যান্য মহকুমা আক্রান্ত হয়েছে।

কিন্তু সন্ত্রাসের আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে বসে থাকতে চায় না বামপন্থীরা। বামপন্থীদের চাইছে মানুষের সাথে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধানের পথ বের করতে। তাই রাজ্যে সবকটি মহকুমা কমিটির সাথে আলোচনা করে সমস্যাগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ টি মহাকুমা কমিটির সাথে আলোচনা হয়েছে। দেখা গেছে সমস্যাগুলি শুধু বিরোধী দলের কর্মী-সমর্থকদের নয়। এই সমস্যা গুলো সাধারণ অংশের মানুষের। রেগা শ্রমিকদের মজুরি পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে মন্ডল নেতারা। পানীয় জলের সমস্যা গোটা রাজ্যের সৃষ্টি হয়ে আছে। কৃষকরা জল সেচের অভাবে ফসল উৎপাদন করতে পারছে না। বিষয়গুলি যখন উত্থাপন করা হয় তখনই আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের। তাই সরকার যাতে সমস্যা সমাধান করতে ব্যবস্থা গড়ে তুলে তার জন্য দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। আয়োজিত আলোচনা সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ স্থানীয় মহকুমা কমিটির নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য