স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন :আর.কে পুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন উদয়পুর জেলা কংগ্রেসের। মঙ্গলবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে আর.কে পুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। নেতৃত্বে ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২১ জুন মাতারবারি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারে কংগ্রেস দলের যোগদান সভা ছিল। সেই সভায় বিধায়ক সুদিপ রায় বর্মণও উপস্থিত ছিলেন।
সেই সভায় বিজেপি দলের দুষ্কৃতিরা হামলা চালায়। আহত হয় একাধিক কংগ্রেস কর্মী। পরবর্তী সময় কংগ্রেস দলের পক্ষ থেকে আরকে পুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নি। বিজেপির পক্ষ থেকে মাতারবাড়ি বিধানসভা এলাকায় সন্ত্রাস কায়েম করে রাখা হয়েছে। সোমবার রাতে জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাসের বাড়িতে বিজেপির দুষ্কৃতিরা হামলা করে। ইন্দ্রজিৎ দাস পালিয়ে কোনক্রমে প্রাণ রক্ষা করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আর.কে পুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।