স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : বর্তমান সময়ে জল জীবন মিশনের “হর ঘর জল- হর ঘর নল” শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয়। দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় “হর ঘর জল- হর ঘর নল” প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা গুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু ঘটনা উঠে আসছে যে ঘটনা গুলো দাবি করছে প্রকৃত অর্থে অনেকেই “হর ঘর জল- হর ঘর নল” প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কোন এক অজ্ঞাত কারণে। এরকমই এক জনপদের নাম তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর এলাকা।
স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে, আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে , যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হবে। তবে আক্ষেপের সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও এলাকার সাপ্লাই পয়েন্ট গুলো দিয়ে জল আসার নাম নেই। অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন। আবার কেউবা অতিকষ্ট করে নিজের গাটের পয়সা খরচ করে বাড়িতে কলের ব্যবস্থা করছেন। এলাকার প্রায় দেড় শতাধিক পরিবার ভুক্তভোগী। এই বিষয়ে এলাকাবাসীদের একটা অংশের অভিযোগ হচ্ছে,, স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক থেকে শুরু করে শাসকদলের বিভিন্ন স্তরের নেতা, সবকিছু জেনেও কোন প্রকার ভূমিকা গ্রহণ করছেন না। স্বাভাবিকভাবেই সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে জল জীবন মিশনের “হর ঘর জল- হর ঘর নল” প্রকল্প এভাবে মুখ থুবড়ে পড়াটা শুধু উত্তর কৃষ্ণপুর নয়, গোটা রাজ্যের জন্যই একটা নেতি বাচক বার্তা।