স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা। এইদিন বিভিন্ন সংস্থা ৫২৫ টি পদে লোক নিয়োগের জন্য জব ফেয়ারে অংশগ্রহণ করে। চাকুরি প্রার্থীরাও এইদিন কর্মসংস্থানের জন্য সকাল থেকে চাকুরি মেলায় অংশগ্রহণ করে। ই.এস এন্ড এম.পি-র অধিকর্তা অসিম সাহা এক সাক্ষাৎকারে জানান রাজ্যের সকল বেকারদের সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয়। তাই জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন সংস্থা ও কোম্পানিতে চাকুরির ব্যবস্থা করা হয়ে থাকে।
মঙ্গলবার রাজ্য ও রাজ্যের বাইরের তিনটি সংস্থা ৫২৫ জন লোক নিয়োগ করার জন্য জব ফেয়ারে অংশগ্রহণ করেছে।