স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে এইডস আক্রান্তের সংখ্যা। গত ১৯ জুন ত্রিপুরা বিধানসভার লবিতে শাসক বিরোধী উভয় দলের বিধায়কদের নিয়ে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বৈঠকে উঠে আসে রাজ্যের প্রতি মাসে ১২০ জন করে এইডসে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইডস রুখতে গণ আন্দোলনের ডাক দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এইডসের ভয়াবহতার সম্পর্কে মানুষকে অবগত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এইডস সংক্রান্ত বিষয় নিয়ে আগরতলা পুর নিগম এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং নিগমের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, এইডস রুখতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য শিবির এবং এইডস সনাক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে শিবিরের আয়োজন করা হবে। যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হবে তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হবে। কারণ সচেতনতাই মূল উদ্দেশ্য সরকারের। কারণ যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মোটেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে। বর্তমানে যে পরিস্থিতি তা চলতে থাকলে আগামী দিন আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করবে এইডস।