স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : রোগীর মোবাইল ফোন নিয়ে চম্পট দিল চোর। ঘটনা মঙ্গলবার দুপুরের নাগাদ রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, জিবি হাসপাতালে সোনামুড়া মহকুমা, দক্ষিণ কাঠালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে চিকিৎসাধীন।
বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। মঙ্গলবার মানিক মিয়ার ছেলের বউ মোবাইল ফোন চার্জে বসিয়ে অন্য প্রয়োজনে ওয়ার্ড থেকে বের হয়েছিলেন। সেই সুযোগ নিয়ে চোর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। পরে ওয়ার্ডে এসে মানিক মিয়া ছেলের বউ দেখতে পান মোবাইল ফোন নেই। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।