স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে খোয়াই সোনাতলা ভবতোষ পাড়া থেকে আটক এক মহিলা। স্থানীয় লোকজন ঐ মহিলাকে হাতেনাতে আটক করে। জানা যায় ঐ মহিলা ও মহিলার স্বামী পূর্বে খোয়াই শহরে ভাড়া থাকত। স্বামী স্ত্রী দুইজনে মিলে ব্রাউনসুগারের ব্যবসা করতো। কয়েকমাস পূর্বে মহিলার স্বামী নেশা সামগ্রী সহ পুলিশের হাতে ধরা পরে। বর্তমানে মহিলার স্বামী জেলে রয়েছে। স্বামী জেলে যাওয়ার পর থেকে মহিলা নিজে ব্রাউনসুগারের ব্যবসা চালিয়ে আসছে।
মঙ্গলবার খোয়াই থানার অন্তর্গত সোনাতলা ভবতোষ পাড়ায় যায় ঐ মহিলা। তখন মহিলাকে স্থানীয়রা আটক করে। ধৃত মহিলা স্বীকার করে ভবতোষ পাড়ার এক ব্যক্তির কাছে সে দুই মাস পূর্বে ব্রাউনসুগার বিক্রয় করার জন্য দিয়েছিল। সেই ব্যক্তি ব্রাউনসুগার বিক্রয় করার পর এখনো টাকা দেয় নি। সেই টাকা সংগ্রহ করার জন্য তিনি এইদিন ভবতোষ পাড়া ঐ ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়রা পরবর্তী সময় ধৃত মহিলাকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়।