স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উৎসবকে হিন্দুধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। বহু জায়গায় অম্বুবাচীকে অমাবতীও বলা হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের শাস্ত্রীয় নানান বিধান। আষাঢ় মাসের প্রথম দিকেই এই উৎসব পালিত হয়।
অম্বুবাচী উপলক্ষে প্রতি বছর আগরতলা লক্ষীনারায়ণ মন্দিরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। সধবা মহিলারা মন্দির চত্বরে এসে ভগবানের কাছে সাংসারিক জীবন এবং স্বামীর মঙ্গল কামনা করেন। তারপর তারা একে অপরের সাথে সিঁদুর খেলেন। প্রতিবছরের মত তারা এ বছরও সিঁদুর খেলায় মেতেছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এই অম্বুবাচী। সঙ্গে চলবে মহিলাদের সিঁদুর খেলা। হাজার হাজার দর্শনার্থী জমায়েত হবে লক্ষীনারায়ণ মন্দির প্রাঙ্গনে। দর্শনার্থীদের আগমন ঘিরে মন্দির চত্বরে জমে উঠে ছোট পরিসরের মেলাও।