Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যকলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে ঝামেলা, বিক্ষোভ চত্বরে

কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে ঝামেলা, বিক্ষোভ চত্বরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন :কৈলাসহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের শিক্ষা-পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সোমবার সকাল এগারোটা থেকে মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে তীব্র বিক্ষোভ দেখায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপ কান্তি মজুমদার, ঊনকোটি জেলা সংযোজক আয়ুষ দেব-সহ এভিবিপি সমর্থিত ছাত্রছাত্রীরা।

 সংগঠনের নেতা অনুপ কান্তি মজুমদারের অভিযোগ, গত শনিবার ভর্তি প্রক্রিয়ার সময় এসএফআই-এর নামে যে ন্যক্কারজনক হামলা সংগঠিত হয়েছে, তা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। কলেজ কাউন্সিল ও এবিভিপির হেল্প ডেস্ক লক্ষ্য করে চালানো এই হামলা। এটা ছাত্র রাজনীতির মুখোশে গুন্ডামির নগ্ন বহিঃপ্রকাশ বলে জানান। আরো বলেন, কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। যা দুর্ভাগ্যজনক। আরো বলেন, এসএফআই জানে গণতান্ত্রিক মতবাদের প্রতিযোগিতায় তারা ব্যর্থ। তাই ছাত্র-ছাত্রীদের মন জয় করতে না পেরে সন্ত্রাস ও ভাঙচুরকেই হাতিয়ার করেছে তারা। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য