স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : প্রদেশ যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মক পার্লামেন্ট। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ১৯৭৫ সালের ২৫ জুন সমগ্র দেশে জরুরী অবস্থা জারি করা হয়েছিল। জরুরী অবস্থা জারির মাধ্যমে গোটা দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।
আগামী ২৫ জুন দেশের জরুরী অবস্থার ৫০ বছর পূর্ণ হবে। দেশের জরুরী অবস্থার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা সমগ্র দেশের ১০০ টি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে। ত্রিপুরা রাজ্যের দুইটি স্থানে মক পার্লামেন্ট করা হবে। ২৫ জুন আগরতলার সুকান্ত একাডেমিতে এবং ২৮ জুন ধর্মনগরে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে।