স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : ভারতের ভূমিপুত্র তথা স্বাধীনতা রূপকার বাঙ্গালীদের বাংলাদেশী চাকমা দিয়ে নির্যাতন ও জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হল আমরা বাঙালি। রবিবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ভারতে ভূমিপুত্র তথা স্বাধীনতার রূপকার হল বাঙালি। তিনি বলেন, তিপরা মথা সরকারের অংশীদার হয়ে বলছে পিঠের চামড়া তুলে নেবে বাংলাদেশীদের।
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু, তাদের পিঠের চামড়া তুলে নেওয়া যাবে না। তারা বিপদে পড়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে একমাত্র জাতি বিদ্ধেষী কথা বলছে। এর তীব্র সমালোচনা করলেন তিনি। তিনি আরো বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে যারা জাতিবিদ্বেষী চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আমরা বাঙালির এই আন্দোলন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সমান দৃষ্টিতে এই দেশে বসবাস করতে চান। তিনি আরো বলেন, বর্তমান সরকার যদি মথার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বোঝা যাবে এর সমর্থন করে চলেছে। আগামী দিন এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সঙ্ঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।