স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুর নিগম এলাকার সকল পুকুর গুলিকে সংস্কার করে ব্যবহার যোগ্য করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক নাগেরজলা বাস স্ট্যান্ড সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাগেলজলা বাস স্ট্যান্ড সংলগ্ন পুকুর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ৬১২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পুর ও নগর এলাকা গুলিতে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে।
ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ রয়েছে। তাই বহিঃরাজ্য থেকে বহু লোক বিনিয়োগ করার জন্য আসছে। গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য। আগরতলা পুর নিগমের ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৪১৬ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ৪৭৬ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। অর্থের কোন সঙ্কট নেই। শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। কর্পোরেটররা ঠিক ভাবে কাজ করলে সরকার চালাতে অনেকটা সহজ হয়ে যায়। পূর্বতন সরকারের সময়ে রাজ্যে একটা অরাজকতার পরিবেশ ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে শান্তির পরিবেশ ফিরে এসেছে। মহিলা, কৃষক, গরীব ও যুবকদের আত্মনির্ভর করার কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরা সরকার ভালো ভাবে কাজ করছে, তার জন্য প্রধানমন্ত্রী অর্থও দিয়ে যাচ্ছেন। পুরাতন মোটর স্ট্যান্ডে মাল্টি স্টোরেজ পারকিং হচ্ছে। বাধার ঘাটে ইউনিটি মলের কাজ শুরু হয়ে গেছে। গুর্খাবস্তিতে জি+১৪ বিল্ডিং করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। মা ও শিশুর জন্য জিবি হাসপাতালে নতুন করে হাসপাতাল হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। আন্ডার গ্রাউন্ড ক্যাবেলের কাজ শুরু করার চিন্তা ভাবনা চলছে। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। তার জন্য যে কোন কাজের জন্য সময়সীমা বেধে দেওয়া হয়। প্রধানমন্ত্রী উড়িষ্যাতে ভাষণ দিতে গিয়ে বলেছেন উন্নয়ন কেমন হয় ত্রিপুরা রাজ্যে গিয়ে দেখুন। বর্তমানে যারা বহিঃরাজ্য থেকে রাজ্যে আসে, তারা অবাক হয়ে যায়, রাজ্যের উন্নয়নের চিত্র দেখে। এমনটা দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন রাজ্যের পুর ও নগর এলাকার জন প্রতিনিধিরা ভালো ভাবে কাজ করছে। কারন তাদের নির্দেশিকা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।