স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : মুখ্যমন্ত্রী বাবা আমার সম্পত্তি নাও। তবু আমার সন্তান ফিরিয়ে দাও। আমার সম্পত্তির দরকার নেই। আমি ভিক্ষা করে খাবো। আশিস দাসের মা অঙ্গুরি দাস মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথা বলেন। গত ১৭ জন ওনার ছেলে আশীষের অস্বাভাবিক মৃত্যু হয়।
এদিকে গত ২৩ সালে গত ২২ জুন আশিসের ছোট ভাই অসীম দাসের রহস্যজনক মৃত্যু হয়। দুই বছর পর গত ১৭ জুন বড়ভাই আশিসের হত্যা করে দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার জেরেই এই হত্যাকান্ড তা বলার অপেক্ষা রাখে না। তবে নিহত আশিস বিজেপি দলের এলাকার আই টি সেলের কর্মী ছিলেন। সবচেয়ে চিন্তা জনক বিষয় হলো, তার হত্যার পর এলাকার বিধায়ক বা মন্ডল সভাপতি কেউ তাদের বাড়িতেই যাননি। আশীষের মা বলছেন উনার ছেলে বিজেপি কর্মী ছিল। তারপরও তার এভাবে হত্যা হলো। এর বিচার কি পাবেন তিনি? রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্যোশ্যে পুত্রহারা মার প্রশ্ন।