Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যগ্ৰাম প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ গ্রামবাসীর

গ্ৰাম প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : গ্ৰাম প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে বসলো ক্ষুব্ধ জনতা। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত কিছুদিন পূর্বে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের অধিকাংশ সদস্যরা। কিন্তু তারপরেও প্রধানের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ না হওয়ায় শনিবার এলাকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয়।

তৎসঙ্গে, তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধে শামিল হয়। এতে করে এলাকায় উত্তেজনার পরিবেশ কায়েম হয়। গ্রামবাসী জানান, গ্রাম প্রধানের নাম শিখা বিশ্বাস সরকার। তিনি এলাকায় উন্নয়নের স্বার্থে কোনো কাজ করেননি। এই পঞ্চায়েত প্রধান ভালো নয়। ওনাকে জাননা গ্রামবাসী। উনার বিদায় চায় সকলে। তাই ওনার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। আজকে গ্রামবাসী পঞ্চায়েত অফিসে আসার পর তিনি পালিয়ে গেছেন। এদিকে উপপ্রধান জানান তিনি নিজেও প্রধানের অনাস্থা চান। তিনি গ্রামবাসী এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের সঙ্গে আছেন বলে জানান। পরবর্তীতে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার খোঁজ খবর নেয়। পঞ্চায়েত কার্যালয় তালা দেওয়ার ফলে পঞ্চায়েতে কর্মরত সরকারি কর্মচারীরা পঞ্চায়েত কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। সড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে রাস্তায়। ঘটনাস্থলে ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। পরে ডি.সি.এম -এর আশ্বাসে পথ অবরোধ এবং তালামুক্ত হয় পঞ্চায়েত কার্যালয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য