Saturday, December 13, 2025
বাড়িরাজ্যকংগ্রেসের সভায় বিজেপির হামলার অভিযোগ, আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

কংগ্রেসের সভায় বিজেপির হামলার অভিযোগ, আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনা শনিবার বিকেলে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারে। অভিযোগের তীর শাসকদলের দিকে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার কংগ্রেসের পক্ষ থেকে এক দলীয় সভার আয়োজন করেছিল। কংগ্রেসের সভাকে পাল্টা চ্যালেঞ্জ করে উদয়পুর থেকে কিছু শাসক দলের মন্ডল কর্মীরা গিয়ে এলাকায় মিছিল করার জন্য জড়ো হয়।

তখন কংগ্রেস কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু পুলিশ কোন রকম নিরাপত্তা দেয় নি প্রথম অবস্থায়। যথারীতি কংগ্রেসের সভা শুরু হওয়ার পর শাসক দলের মিছিল শুরু হয়। কিছুক্ষণ পর মিছিলটি এসে কংগ্রেসের সভায় ঢুকে পড়ে। পাল্টা প্রতিরোধ জানায় কংগ্রেস কর্মীরা। এরই মধ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পায়ে লাঠি দিয়ে আঘাত করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা ছিল।

পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রেখে বলেন, শাসকদলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জনগণের জন্য ভারতীয় জনতা পার্টি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। এ আন্দোলনের ঘটনার প্রসঙ্গে তিনি পরবর্তী সময় কথা বলেন মহকুমা পুলিশ অধিকারিকেকে সাথে। অভিযুক্তদের সকলকে গ্রেফতার করার জন্য পুলিশের কাছে দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনার পর আন্দোলনে নামতে চলেছে বলে জানা যায় কংগ্রেসের পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য