স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : হরিয়ানায় এমবিবিএস পড়ুয়া ছাত্রের বি এম ডব্লিউ গাড়ি পুড়িয়ে দিল তার বন্ধু। এই অভিযোগ রাজধানীর শহরতলী শ্রীনগর থানাধীন আনন্দনগর নয় নং পাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত পূর্বের শত্রুতা জেরে।
ঘটনার বিবরণে জানা যায়, এমবিবিএস পড়ুয়া ছাত্রের নাম অঙ্কিত বর্মন। তার বাবার নাম উত্তম বর্মন। বন্ধুর সাথে কোন রকম শত্রুতা না থাকলেও শুক্রবার রাতের বেলা তার শখের বিএমডব্লিউ গাড়ি এবং তার বাবার অল্টু গাড়িতে আগুন লাগিয়ে যাওয়ার সময় অঙ্কিত দেখে ফেলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

