স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : মঙ্গলবার থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে বুধবার সকাল 9 টা থেকে 6 নং জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল। ফলে ত্রিপুরা, মিজোরাম, মনিপুরের লাইফ লাইন আপাতত প্রায় বন্ধ। বিশেষ করে সোনাপুর, রাতাছড়া এবং কুলিয়াঙের ভূমিধসের অবস্থা সবচেয়ে খারাপ। তার মধ্যে সোনাপুরে প্রায় 25 কিলোমিটার জুড়ে ভূমিধস হয়েছে।
পাহাড়ি রাজ্য মেঘালয় পূর্ত দপ্তর থেকে সাথে সাথে এস্কেভেটর নিয়ে এসে যুদ্ধকালীন তৎপরতায় মাটি সরিয়ে কিছু কিছু গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করা হলেও রাস্তা পরিষ্কার হতে কয়েকদিন লেগে যাবে। এদিকে মাটি সরিয়ে নিউ হাফলং স্টেশনে রেল চলাচলের ব্যবস্থা করা হলেও গত দুই দিনের বৃষ্টিতে রেললাইন কাদা ও জলের নিচে চলে গেছে। ডিমা হাসাও জেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চারদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী 17 জুন পর্যন্ত আসামের বিভিন্ন জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।