স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : বৃহস্পতিবার বুকে ব্যাথা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন এম ডি সি তথা তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। পরে হাসপাতালে চিকিৎসাধীন এম ডি সি তথা তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বাড়িতে বুকে ব্যাথা অনুভব করায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর হৃদযন্ত্রে সমস্যা পাওয়ায় হাসপাতালে ভর্তি থাকার জন্য বলেন। সেই মোতাবেক আই এল এস হাসপাতালে ভর্তি হন এম ডি সি তথা তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। খবর পেয়ে চিকিৎসাধীন প্রদ্যুৎ কিশোর দেব বর্মণকে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। সমস্ত কিছু স্থিতিশীল রয়েছে। চিন্তার কোন বিষয় নেই বলে জানান মুখ্যমন্ত্রী।