Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যঅনিয়মিত কর্মচারী মঞ্চের ডেপুটেশন

অনিয়মিত কর্মচারী মঞ্চের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন :ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারী কয়েক দশক ধরে কর্মরত রয়েছেন। অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের জন্য দীর্ঘ দিন ধরে দাবি করে আসছেন। শনিবার এ বিষয় নিয়ে পুনরায় সরব হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ জানান, ২০০৬-০৭ সালে রাজ্য বিধানসভায় ঘোষিত তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত করার সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তৎকালীন সরকারের সিদ্ধান্ত নেয়, ২০০৩ সালের পূর্বে সে সমস্ত অনিয়মিত কর্মচারী অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নিযুক্ত হয়েছেন, তাদেরকে ১০ বছর মেয়াদের পর নিয়মিত করা হবে।

পরবর্তী সময় এই সিদ্ধান্তের কিছুটা সংশোধন করা হয়। এই মর্মে যে, ২০০৩-এর পরও যারা নিযুক্ত হয়েছেন তারাও ১০ বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত হবেন। এই সিদ্ধান্তের মূলে অনিয়মিত কর্মচারীদের একাংশকে নিয়মিত করা হয়েছিল। এর বাইরে একটা বিরাট অংশ সিদ্ধান্তের আওতার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মিত হননি। ২০১৮ সালের ৩১ শে জুলাই রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে অর্থ দপ্তর বিজ্ঞপি জারি করে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাই বর্তমানে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করুন করা হয়। আর এই দাবি নিয়ে রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আগামী ৪ জুলাই মুখ্য সচিবদের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান প্রতিনিধি দলের উপস্থিত যুগ্ম আহ্বায়ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!