Saturday, December 13, 2025
বাড়িরাজ্যগত ছয়মাসে ৬১২ কোটি টাকার বিভিন্ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে : মুখ্যমন্ত্রী

গত ছয়মাসে ৬১২ কোটি টাকার বিভিন্ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : শুক্রবার দক্ষিণ জেলায় মোট ৩২ কোটি টাকায় ১৯ টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন প্রথমে তিনি পিএমশ্ৰী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ শয্যা বিশিষ্ট চারতলা উপজাতি ছাত্রী হোস্টেলের দারোদঘাটন করেন। এরপর তিনি সাব্রুম টাউন হল থেকে দক্ষিণ জেলার ৩২ কোটি টাকায় প্রায় ১৯ টি প্রকল্পের ভার্চু য়ালি উদ্বোধন করেন।

 এর মধ্যে রয়েছে বিলোনিয়ার বিকেআই স্কুলের অতিরিক্ত ক্লাসরুম, সাইন্স লাইব্রেরি ও টয়লেট। এর জন্য খরচ হয়েছে মোট তিন কোটি পনের লক্ষ টাকা। সোনাইছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর নতুন ভবনের জন্য খরচ হয়েছে এক কোটি ৭০ লক্ষ টাকা। মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের জন্য ব্যয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা। কলসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর নতুন ভবনের জন্য খরচ হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা।

এছাড়া সাব্রুম ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য খরচ হয়েছে ২ কোটি ৭৭ লক্ষ টাকা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ২০২৫ সালের শুরু থেকে জুন মাস পর্যন্ত ৬১২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে  মুখ্যমন্ত্রীর হাত ধরে। মুখ্যমন্ত্রী আরও বলেন ৩৪৬ টি কূল কে সংস্কারের জন্য ৮০ কোটি টাকার উপরে বাজেট রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক সহ আরো অনেকেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য