স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : চাকরির প্রলোভনে পড়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় এসে শ্লীলতাহানির শিকার এক যুবতী। পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করলেন তিনি। যুবতীর অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সামাজিক মাধ্যমে ভারতের সোমনাথ মন্ডল নামে এক যুবকের সাথে প্রথমে পরিচয় হয়। সেই যুবক জানায়, ভারতে আসলে তাকে চাকরি দেওয়া হবে। তারপর সেই যুবক পাচারকারীদের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করায় মেয়েটিকে। গত ২৯ জানুয়ারি ভারতে এসে রেল স্টেশনে ধরা পড়ে যান। আদালত থেকে জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি, কারণ কেউ জামিনদার ছিল না। পরে ৫ মাস জেলে থাকতে হয়।
এরই মধ্যে সোমনাথ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে। আসার সময় অটোতে বসে সোমনাথ নাকি আরেকজনকে ফোন করে। তখন মহিলার সন্দেহ হয় তাকে হয়তো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তিনি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে মারধর করে এবং শ্লীলতাহানি করে। শেষপর্যন্ত মহিলা অটো থেকে নেমে পড়েন। তিনি শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এসে সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এমনটাই অভিযোগ তুলেছেন। মহিলা এখন নিজ দেশে ফিরে যেতে চাইছেন। পশ্চিম মহিলা থানার পুলিশ অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা এর সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে। পুলিশের তদন্ত প্রক্রিয়া শেষ করে মেয়েটিকে বাংলাদেশ পাঠানোর জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে বলে জানা যায়।