স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : রাজধানীর জয়নগর এলাকায় বিক্ষোভ দেখায় চাকরি প্রত্যাশী যুবকরা। দাবি টি.এস.আর, আই.আর.বি নিয়োগের সঠিক তদন্ত করার জন্য। বর্তমান সরকারের আমলে টি.এস.আর এবং আই.আর.বি নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। তাই বুধবার বঞ্চিত প্রার্থীদের একাংশ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানাহ অভিযোগ তুলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে যায়।
কিন্তু পুলিশ তাদের জয়নগর ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় গতি আটকে দেয়। ডেপুটেশন প্রদানকারীদের জানানো হয় তাদের দাবি সনদ পুলিশের হাতে তুলে দিতে। সেই দাবি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন তারা। সেই মোতাবেক দাবি সনদের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দেন ডেপুটেশন প্রদানকারীরা। তাদের বক্তব্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে গড়মিল রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দুই ব্যাটেলিয়ানে ২৪২০ জন নিয়োগ করা হবে। সেই মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরবর্তী সময় বহু প্রত্যাশী যুবক অর্থ ব্যয় করে ইন্টারভিউতে শারীরিক এবং লিখিত পরীক্ষায় পাশ করে। পরবর্তী সময় দেখা যায় দুই ব্যাটেলিয়ানের ২৪২০ জনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ১৪৪৩ জনের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। মেরিট লিস্ট দেখা গেছে বহু দিব্যাঙ্গনের নাম তালিকা রয়েছে। এর থেকে দুর্নীতি হয়েছে স্পষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য আদালতে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। আইনজীবীর বাড়িতে গেলে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রত্যেক যুবকরা আদালতে মামলা করতে সফল হয়। কিন্তু এখন আদালত সরকারের কাছে জবাব চাইলে সরকার জবাব দিতে চাইছে না। তাই পুনরায় আন্দোলন গড়ে তুলেছে বলে জানায় তারা। তাদের আরও অভিযোগ পূর্বোক্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন নিয়োগ নীতিতে কোনরকম দুর্নীতি হবে না। স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেওয়া হবে। পরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ হয়েছেন। কার কাছে গিয়ে তারা জবাব চাইবে তা নিয়ে প্রশ্ন তুলে এদিন। তাই সুষ্ঠ নিয়োগ পক্রিয়ার দাবি জানান তারা। টি এস আর এবং আই আর বি দুটি ব্যাটেলিয়ানে একই সাথে নিয়োগের দাবি জানান বঞ্চিত প্রার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।