স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ। সোমবার, মঙ্গলবারের পর বুধবারও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। এর প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেস কর্মীরা।
এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এদিন নতুন নগর স্থিত ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, কংগ্রেসের দুই প্রার্থী সুদীপ রায় বর্মণ, আশিস সাহা, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সারিতা লাইফ্রাং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের ইডির নোটিশ প্রত্যাহার করার দাবি জানায় বিক্ষোভ প্রদর্শনে। সারা দেশ নোংরা রাজনীতি শুরু হয়েছে। এই অবস্থায় রাহুল গান্ধী সত্য কথা বলে গেছে।
কৃষক স্বার্থ, দ্রব্যমূল্য বৃদ্ধি হিসাবে সরকারকে সজাগ করলে সরকার ক্ষিপ্ত হয়ে রাহুল গান্ধীকে অপমান করতে এই ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন কংগ্রেসের। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আরো বলেন, আগামী দিনে যাতে রাহুল গান্ধী এই সমস্যাগুলি জনসম্মুখে তুলে ধরতে না পারে তার জন্য বারবার নোটিশ দিচ্ছে ই ডি। রাজনীতির নামে গোটা দেশে চলছে চরম নোংরামি। পূর্বতন কংগ্রেস সরকারের আমলে এভাবে কোন সংস্থাকে নিজেদের কবলে আনে নি। কিন্তু বর্তমান বিজেপি সরকার সেসব সংস্থাকে নিজেদের দলদাস হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তোলেন সুদীপ রায় বর্মন। এদিন ই.ডি অফিসের মূল ফটকে কালো রং লাগিয়ে কংগ্রেস কর্মীরা তীব্র প্রতিবাদ জানান।