স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : ২০২৩ -এ বিধানসভা নির্বাচনে রাজ্যের ৬০ টি আসনে এককভাবে লড়াই করবে আম আদমি পার্টি। এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করবে আপ পার্টি। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে যোগদান সভায় আশা ব্যক্ত করেন আপ পার্টির নেতৃত্ব।
আম আদমি পার্টি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। মানুষের স্বার্থে কাজ করতে চায়। সরকার প্রতিষ্ঠার পর দিল্লির মতো ত্রিপুরা মডেল সাজানো পরিকল্পনা গ্রহণ করা হবে। মঙ্গলবার রাজ্যে বিভিন্ন জেলা থেকে ৩১ জন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আপ পার্টিতে যোগদান করেন। পাশাপাশি দিল্লির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজ্যের কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী দিনে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে জানান নেতৃবৃন্দ।