Monday, February 10, 2025
বাড়িরাজ্যকংগ্রেস প্রার্থীদের আসল রূপ জানে জনগণ : বিপ্লব

কংগ্রেস প্রার্থীদের আসল রূপ জানে জনগণ : বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : মঙ্গলবার রাজধানীর হিন্দি হায়ার সেকেন্ডারী স্কুলে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। আসন্ন উপনির্বাচন উপলক্ষে এদিন পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। কারণ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র আগরতলা বিধানসভা কেন্দ্রটি। তাই সম্মেলনে দলের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনের রণকৌশন তৈরি করা হয়। পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক সুধাংশু দাস, এই বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন সম্মেলনের মাধ্যমে আসন্ন উপনির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দলকে রাজ্যের মানুষ শূন্য থেকে আশীর্বাদ দিয়ে ক্ষমতাসীন করেছে। রাজ্যের মানুষ প্রথম বার বিশ্বাসের সঙ্গে এক দলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে যুক্ত হন। এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ শুরু করে সরকার। এখন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সেই কাজ গুলিকে সম্পন্ন করা হবে। শেষ ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে সরকারী পরিষেবা। চারটি আসনের উপ নির্বাচন বিজেপি-র নির্বাচন নয়। এটা জনতার নির্বাচন। আর এই জনতা ভালো ভাবে যানে কারা রাজ্যকে মুক্তির দিকে নিয়ে গেছে। আর কারাই অন্ধকারে রাজ্যকে নিমজ্জিত  রেখেছিল। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর রূপ কি তা জানে। কেন ২৫ বছর রাজ্যে কমিউনিস্টকে ক্ষমতায় রেখেছিল – এর পেছনে  ও সামনে  কারা আছে  তা এই নির্বাচনের মাধ্যমে মানুষ দেখে নিয়েছে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক সিনহাকে প্রদেশ সভাপতি থাকা কালীন সময়ে ২০১৮ সালে  চন্ডীপুর থেকে প্রার্থী হওয়ার জন্য বলেছিলেন।  সেই সময় অর্থের অভাবে নির্বাচনে দাড়ান নি তিনি।

এখন তাঁর মত একজন সৎ  ও সজ্জন প্রার্থী ৬ আগরতলা কেন্দ্রের মানুষ পেয়েছে। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করে বিজেপি কার্যালয়ে নিয়ে যাবেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। ৬ আগরতলার জন্য যা উন্নয়ন করার তা সম্ভব তাই করা হয়েছে। মানুষ সেটা যানে বলেই ২৩ জুন জোগ্য জবাব দেবে বলে জানান তিনি। উপ নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারে ত্যাজী এনেছে বিজেপি। আর তারই অঙ্গ হিসাবে এদিন পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয় ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে। এবারের উপ নির্বাচনে চারটি আসনের প্রচারের জন্য খুব সহসাই রাজ্যে আসছে বিজেপি বেশ কিছু স্টার ক্যাম্পেইনার। সেই তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, সর্বানন্দ সোনোয়াল, রাষ্ট্রীয় নেতৃত্ব দিলিপ ঘোষ,  পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের নারী নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রূপা গাঙ্গুলীর সহ অন্যান্যদের।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য