স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : সংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বার্থ শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন রাহুল গান্ধী একজন জননায়ক।
উনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সারারাজ্যে কংগ্রেসের পক্ষ থেকে এমন অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাধারণ মানুষের স্বার্থে। পাশাপাশি রাহুল গান্ধীর জন্য দেশবাসী জাত গণনার যে সাফল্য পেয়েছে। তার জন্যও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।