স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে রাজ্যের ১৫ দিন ধরে জমি কেনা বেচা বন্ধ হয়ে আছে। জানা যায়, ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব দপ্তরের Jami Tripura ও NGDRS অনলাইন পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় এক মাস হতে চলেছে। এই অনলাইন পোর্টালটি বন্ধ থাকার ফলে বর্তমানে সারা রাজ্যে জমি কেনা বেচা থেকে শুরু করে জমির পরচা বের করা, জমির ডিমারগেশন, নামজারী ইত্যাদি জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ! যার কারণে বিরাট রাজস্ব আয়ের ক্ষতি ত্রিপুরা সরকারের। বর্তমান ডিজিটালাই জেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করা হয়। মানুষের জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সংরক্ষিত রয়েছে।
কোন ব্যক্তি নিজের জমির পরচা, জমির পরিমাপ সংক্রান্ত মানচিত্র ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের ঐ অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টাল প্রায় একমাস ধরে বন্ধ থাকার করনে সারা রাজ্যে জমি সংক্রান্ত সমস্থ কাজ অচল অবস্থায় এসে দাঁড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে। এই অনলাইন পোর্টাল কেন বন্ধ? কবে থেকে চালু হবে তার কোন সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের ভুমি রাজস্ব দপ্তরের কোন আধিকারীকের কাছ থেকে। এমন অবস্থায় সব থেকে বেশি বিপাকে পরেছেন জমি ক্রেতা বিক্রেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করে বায়না নিয়ে বা দিয়ে এখন মহা বিপদে পরেছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরীর, দলিল লিখক যারা এই কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অন লাইন পোর্টাল মুখ থুবরে পড়ার কারনে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে পরেছে।