Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যদুর্নীতিতে ডুবে টিটিএএডিসি -র সি ই এম, ই এম সহ তাদের নেতৃত্ব...

দুর্নীতিতে ডুবে টিটিএএডিসি -র সি ই এম, ই এম সহ তাদের নেতৃত্ব দামি দামি গাড়ি, মোবাইল ফোন ক্রয় করছেন : টি ওয়াই এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী অফিসারের নিকট ডেপুটেশান প্রদান করল উপজাতি যুব ফেডারেশন। এই নিয়ে বৃহস্পতিবার মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে যুগ্ম সম্পাদক চিন্তা মোহন ত্রিপুরা জানান ৪ দফা দাবি নিয়ে এডিসি প্রশাসনের নিকট ডেপুটেশান প্রদান করা হয়। এডিসি এলাকার বেহাল অবস্থা। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে। জনজাতি অংশের যুবকরা কাজের সন্ধ্যানে বহিঃরাজ্যে চলে যাচ্ছে।

এডিসি প্রশাসন তাদের চাকুরি নিয়ে কোন কথা বলছে না। এডিসি-তে তিপ্রা মথা ক্ষমতায় রয়েছে। রাজ্যের সরকারেও রয়েছে তিপ্রা মথা। এডিসি প্রশাসনের বহু শূন্যপদ রয়েছে। সেই শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করার দাবি জানানো হয়েছে। ডেপুটি সিইও -র কাছে শিক্ষা ব্যবস্থা নিয়েও দাবি জানানো হয়েছে। তবে ডেপুটি সিইও বলেছেন এডিসি-তে কোন নিয়োগ নেই। তাই কয়েকটি বিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এডিসি প্রশাসন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের যুবক-যুবতীদের বিভ্রান্ত করেছে মথা। আর এই সুযোগ নিয়ে টিটিএএডিসি -র সি ই এম, ই এম সহ তাদের নেতৃত্ব দামি দামি গাড়ি, মোবাইল ফোন ক্রয় করছেন। তাদের কারণে দুর্নীতিতে ডুবে গেছে এ ডি সি। উপস্থিত টি ওয়াই এফ -এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা জানান, তিপরা মথা থানসা স্লোগান তুলেছিল নিজেদের পুঁজির জন্য। এটা পরবর্তী সময় বোঝা যাচ্ছে। তারা জনগণের জন্য কিছুই করেনি ফলে বর্তমানে এডিসি-র অবস্থা অত্যন্ত ভয়াবহ।

নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ, শিক্ষিত যুবকদের চাকরি নিয়ে কোন কথা নেই এডিসি প্রশাসনের। শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো তারা বর্তমানে রাজ্য সরকারের শরিক দল হিসেবে রয়েছে। অথচ বেকারদের স্বার্থে শূন্য পদ পূরণ করার কথা একবারের জন্য তারা দাবি করছে না। রাজ্য সরকার এবং এডিসির মধ্যে বর্তমানে ৫০ শতাংশের অধিক শূন্যপথ পড়ে আছে। এই শূন্য পদ বলে পূরণ হলে বেকাররা তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। কিন্তু নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত মথার নেতৃত্ব। এই অভিযোগগুলি তুলেছেন টি ওয়াই এফ -এর নেতৃত্ব মথাকে কাঠগড়ায় তোলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য