স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : বৃহস্পতিবার দুপুরে আমবাসায় আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। আদিবাসী কংগ্রেসের রাজ্যভিত্তিক কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা করতে আমবাসায় আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আগামী ২৪ জুন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান বিক্রান্ত ভুড়িয়া রাজ্যে আসছেন। মূলত আদিবাসী কংগ্রেসের রাজ্যভিত্তিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
ধলাই জেলার আমবাসায় আদিবাসী কংগ্রেসের জাতিগত জাত গণনা ও সংবিধান শ্রী জন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হতে চলছে। এই কর্মসূচি নিয়েই আমবাসা কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা, ধলাই জেলা কংগ্রেসের সভাপতি সহ আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রুপম ধর পুরকায়স্থ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে আশীষ কুমার সাহা বলেন ধলাই ঊনকোটি ও ধর্মনগর এর কংগ্রেস কর্মীদের নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হয়। ন্যায় অধিকার প্রতিষ্ঠা, সংবিধান শক্তিশালী, সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এদিনের এই রাজ্যভিত্তিক কর্মসূচিতে। আদিবাসী ও তপশিলি জাতির যুবক-যুবতীরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি। এদিনের এই সভায় কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।