স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : ৮ নং বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের লক্ষ্যে শেষ পর্যন্ত বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকারকে সমর্থনে ময়দানে নামলেন স্বয়ং বিরোধী দলনেতা মানিক সরকার। মঙ্গলবার বিকেলে ফরওয়ার্ড ব্লকের মনোনীত প্রার্থী রঘুনাথ সরকারকে নিয়ে ৮ বড়দোয়ালি বিধানসভা বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যান তিনি।
মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। বিশেষ করে বালির বয়স্ক নাগরিকদের কাছ থেকে তাদের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হন। যারা বিপিএল ভুক্ত হয়েছে তারা সামাজিক ভাতা পাচ্ছে কিনা সে বিষয়েও অবহিত হন। রাস্তাঘাট, পানীয় জল ও পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এবং মনোনীত প্রার্থী রঘুনাথ সরকারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এদিন সঙ্গে ছিলেন মনোনীত প্রার্থী সহ দলের কর্মী-সমর্থকরা। এদিন দীর্ঘদিন পর বিরোধী দলনেতাকে কাছে পেয়ে অনেকে আবার সেলফি তুলতে ভুল করেনি।