Friday, February 7, 2025
বাড়িরাজ্যউপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক

উপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : আগামী ২৩ জুন আসন্ন উপনির্বাচন। উপ নির্বাচনকে কেন্দ্র করে চলছে সমস্ত প্রস্তুতি। এদিন পশ্চিম জেলার ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার অসীম সাহা এবং শৈলেশ কুমার যাদব। বৈঠকে উপ নির্বাচনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করেন রিটার্নিং অফিসাররা।

এক সাক্ষাৎকারে রিটার্নিং অফিসার অসীম সাহা জানান ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিন কমিশনিং করা হবে। উমাকান্ত অডিটোরিয়ামে এই কমিশনিং-এর কাজ করা হবে। এছাড়াও এই বছর নতুন করে ৮০ বছর কিংবা তার বেশি বয়স্ক ভোটার এবং দিব্যাঙ্গন ভোটারদের ভোট বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যে ফর্ম-১২ডি ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সেই ফর্ম পুনরায় সংগ্রহ করা হয়েছে। ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে ৩৯০ জন নাগরিক ফর্ম জমা দিয়েছেন। এবং ৬ আগরতলা কেন্দ্র থেকে ২৯১ জন ভোটার এই ফর্ম জমা দিয়েছেন। এই ভোট কি ভাবে করানো হবে সেই বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করা হয়েছে। এই ভোট করানোর জন্য পুলিং পার্সনের দুই জনের টিম থাকবে। তার সাথে ভিডিও ক্যামেরা, পুলিশ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। ৬ আগরতলা কেন্দ্রের জন্য এই ধরনের ৯ টি টিম রয়েছে। এবং ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য ১০ টি টিম রয়েছে। ১৭ ও ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভোট করানো হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য