স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : বিকাশ ত্রিপুরায় রাস্তার বেহাল দশা। সড়ক অবরোধ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে পথচারীদের। অথচ উদাসীন ডাবল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিনের প্রশাসন। বুধবার সকাল থেকে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ চলে। অভিযোগ কুলাই হরিণমাড়া এলাকার রাস্তার বেহাল দশা। অভিযোগ খানা-খন্দে ভরা রাস্তাটি। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
দীর্ঘদিন ধরে হরিণমাড়া এলাকার রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ জানানো হয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সাম্প্রতি এক অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একবার ফুটে ওঠে এই বেহাল রাস্তাঘাটের ভয়াবহতা—ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে ১০ মিনিটের পরিবর্তে সময় লাগে ১ ঘণ্টা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। শুধু তাই নয় রাস্তাটির জন্য প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও ছাত্রছাত্রীদের। অথচ রাস্তাটি নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের কোন মাথাব্যথা নেই। এদিন অবরোধকারীরা সাফ জানিয়ে দেন, এই রাস্তা সংস্কার নিয়ে আর কোন প্রতিশ্রুতির খেলাপ চলবে না। অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে প্রশাসনের। অবশেষে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের জন্য অবরোধ শিথিল হলেও, এলাকাবাসীর হুঁশিয়ারি স্পষ্ট—সমাধান না হলে ফের রাস্তায় নামবে হরিণমাড়া এলাকার মানুষ।