স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : বুধবার সকাল ছয়টা নাগাদ সালেমা থানাধীন লুৎমা ছড়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা সাথে সাথেই খবর দেয় সালেমা থানায়। খবর পেয়ে সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে। তবে খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দেহটি পাওয়া যায় কমলপুর – আমবাসা সড়কের ক্যালভার্ট ‘র পাশে ছড়ার জলে। পুলিশ ঐ পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর পেছনে কি কারণ হতে পারে এর জন্য তদন্তে নেমেছে পুলিশ। সবচেয়ে ধোঁয়াশার কারণ হলো মৃতদেহটি নগ্ন অবস্থায় রয়েছে। এবং বুধবার সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে। যাই হোক পুলিশের তদন্তে বের হয়ে আসতে পারে মৃত্যুর রহস্য।

