স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুন : ফলাফল প্রকাশ করে অতিসত্বর নিয়োগের দাবিতে সরব হল ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা সোমবার টিআরবিটি অফিসের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানায়। ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা এইদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় ২০২২ সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল।
তারপর তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় নি। যার কারনে তাদের নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে। সরকার সুপ্রিমকোর্টে একটা এসএলপি করেছে। যার কারনে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই সময়ের মধ্যে তারা একাধিকবার টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাদের বক্তব্য সুপ্রিমকোর্টের রায় আসতে যদি ১৫ থেকে ২০ বছর লাগে তাহলে কি তাদের এত বছর বসে থাকতে হবে ? তাই তাদের দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

