Saturday, February 8, 2025
বাড়িরাজ্যবিরোধীদের সমর্থন করার আহ্বান ত্রিপুরা পিপলস পার্টির

বিরোধীদের সমর্থন করার আহ্বান ত্রিপুরা পিপলস পার্টির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : রাজ্যে আগামী ২৩ জুন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২০১৮ সালে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার দীর্ঘ ২৫ বছরের অপশাসনকে হাতিয়ার করে অর্থ ও বাহুবলের দ্বারা শাসন ক্ষমতায় এসেছে।

 কিন্তু ভোটে জেতার পর চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নি। তাই উপনির্বাচনে বিরোধী যে সম্ভাব্য প্রার্থী জয়ী হবেন তাদের সমর্থন করবে ত্রিপুরা পিপলস পার্টি। রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরার পিপলস পার্টির সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য। আরো বলেন গত চার বছরে রাজ্যে কর্মসংস্থানের অভাব। দ্রব্যমূল্য লাফিয়ে বাড়ছে। মানুষের স্বাধীনতা নেই। তাই বিজেপিকে পরাজিত করতে সমস্ত বিরোধী পার্টিকে একমঞ্চে আসতে হবে। যাতে আগামী দিনে বিজেপি সরকারকে পরাজিত করা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য