স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : মানুষ ধর্মীয় রাজনীতি চাই না। বর্তমান বিজেপি সরকার ধর্মীয় রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন তৈরী করছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্র এবং রাজ্যের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের পশ্চাদপদ অংশের মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে। এবং এর বিরুদ্ধে কোন ধরনের মামলা দায়ের করা যাচ্ছে না। তাই পিছিয়ে পড়া অংশের মানুষদের এগিয়ে নিয়ে যেতে কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান সর্বভারতীয় কংগ্রেসের এস সি চেয়ারম্যান রাজেশ লিলুতিয়া।
তিনি আরো বলেন বিজেপি সরকার জুমলা বাজ। পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কংগ্রেস বদ্ধপরিকর। তাই কংগ্রেসকে আসন্ন উপনির্বাচনে পিছিয়ে পড়া অংশের মানুষ সমর্থন দরকার। যাতে আগামী দিনে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারে। তাহলে দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস থেকে পুতুল ঘোষ কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে কংগ্রেস নেতৃত্ব দলের স্বাগত জানান।