স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : আগামী ২৩ জুন ৬ আগরতলা ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে যে সমস্ত ভোট গ্রহণ কর্মীরা ভোট গ্রহণ করবেন তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যাতে সুচারু, নির্ভুল , সুস্থ এবং স্বচ্ছ ভাবে নির্বাচন সংগঠিত করতে পারে তার জন্য নির্বাচনী নির্দেশিকা ও হাতে কলমে ই ভি এম এবং ভিভি প্যাট চালানোর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানান ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা।
কিভাবে ভোট দান পর্ব শুরু করবেন, কিভাবে মেশিন সিল করবেন এবং ভোট শেষ হলে গননা কেন্দ্র পর্যন্ত আনবেন সেই সম্পর্কে সম্যক ধারনা দেওয়া হয় তাদের। গত ৮ জুন শিশু বিহার স্কুলে অনুরুপ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। রবিবার অনুরুপ ভাবে শিশু বিহার স্কুলে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান তিনি। ভোট কর্মীদের দায়িত্ব কি তা বুঝিয়ে দিতেই এই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।