Monday, February 17, 2025
বাড়িরাজ্যভোট প্রচারে সুদীপ -আশিস

ভোট প্রচারে সুদীপ -আশিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : প্রচারে কোন অংশেই ত্রুটি রাখতে চাইছে না বিরোধী দল কংগ্রেস। রবিবার বিকালে অভয়নগর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল সুদীপ রায় বর্মণের অনুগামীরা ঢল নামান। সংশ্লিষ্ট এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ ঘোরে মিছিলটি। সুদীপ রায় বর্মণের মিছিল দেখতে অনেকেই বাড়ি ঘর থেকে বেরিয়ে আসেন রাস্তার ধারে। প্রাক্তন এই বিধায়কও কোথাও হাত নেড়ে আবার কোথাও করজোরে অভিবাদন গ্রহণ করেন সাধারন মানুষের।

 মিছিলের মাঝেই সুদীপ রায় বর্মণ বলেন এই লড়াইটা তাঁর ব্যাক্তিগত লড়াই নয়, লড়াইটা কংগ্রেস দলেরও লড়াই নয়। লড়াইটা হচ্ছে গনতন্ত্র রক্ষার লড়াই। শাসক গোষ্ঠীর কোনো ইতিবাচক বক্তব্য নেই। তাদের নেতিবাচক ভূমিকাটাই বেশি। নেতিবাচক ভূমিকা নিয়ে ভোটে জেতা যায় না। সন্ত্রাসের পথ বেছে নেওয়া, হুমকি, ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে ভোটের বৈতরনী পার হওয়া যায় না। নির্বাচন যতই এগিয়ে আসছে শাসকদল হাতাশাগ্রস্ত হয়ে উসকে দেওয়ার কাজ করবে। এবং নির্বাচনের যদি কোনরকম আইন লঙ্ঘন করা হলে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সুদীপ রায় বর্মন।

এদিন একই সময়ে আখাউড়া রোড সংলগ্ন ত্রিনয়নী ক্লাবের সামনে থেকে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিষ কুমার সাহার সমর্থনে এক মিছিল বের হয়। ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনিবার্চনে ভোটের লড়াইয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করার স্লোগান নিয়েই এই মিছিলে সামিল হন দলীয় কর্মী সহ নেতা – সমর্থকেরা। মিছিলটি ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  রামনগর এলাকার সাতটি বুথের আনাচে কানাচে চষে বেড়ান। আশিষ কুমার সাহা বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটারদের কাছে বার্তা দিয়েছিলেন বাইক বাহিনীর তান্ডব বা সন্ত্রাস কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। কিন্তু কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বিজেপির বাইক বাহিনীর তান্ডবের ঘটনা ঘটে চলেছে। বিরোধীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। সম্পত্তি নষ্ট করে দেওয়া হচ্ছে। রেহাই পাচ্ছেন না বিরোধী শিবিরের সদস্য সদস্যারাও। সব মিলিয়ে বলা যেতে পারে আসন্ন উপনির্বাচনের মধ্য দিয়েই সামনে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের শঙ্খ ঘন্টা বেজে গেছে। শুরু হয়েছে গেছে তরজার লড়াই। অভিযোগ , অনুযোগ , আক্ষেপ এ সবই চলতে থাকবে একেবারে ভোটের লগ্ন পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য