স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : ফের একবার প্রত্যন্ত এলাকা গুলিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রত্যন্ত এলাকা গুলিতে অন্যান্য বারের ন্যায় বিশেষ শিবিরের উদ্যোগ নেই। ফলে ভয়াবহ আকার ধারন করতে পারে মেলেরিয়া। এমনটা অভিমত অভিজ্ঞ মহলের। জানা যায় তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইতিমধ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ম্যালেরিয়া আক্রান্তরা চিকিত্যসা পরিষেবা গ্রহণের জন্য মুঙ্গিয়াকামি হাসপাতালে আসছে। জুন মাসে এখনো পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্ত ১৫ জন রোগী হাসপাতালে এসেছে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য। মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক পুলকেশ দেববর্মা জানান ১৫ জন রোগীর মধ্যে ৫ জন মহিলা, ৬ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। বর্তমানে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুইজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই অনুমান করা যাচ্ছে প্রত্যন্ত এলাকা গুলিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে প্রত্যন্ত এলাকা গুলিতে সচেতনতা শিবিরের পাশাপাশি বেশি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য। অন্যথায় ভয়াবহ আকার ধারন করতে পারে ম্যালেরিয়া।