স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : ত্রিপুরা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার সুযোগ নিয়ে গোহাটি উদ্দেশ্যে গাঁজা পাচারের সময় আসাম পুলিশের হাতে আটক প্রায় দেড় কোটি টাকার শুকনো গাঁজা। রুটিন তল্লাশির সময় প্রায় দেড় টন গাঁজা বোঝাই লরি গাড়ি আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেল চারটা নাগাদ প্রতিদিনের ন্যায় রুটিন তল্লাশির সময় ত্রিপুরা সীমান্ত পেরিয়ে এন.এল ০২ কিউ ৯৩৬০ নম্বরের একটি লরি পুলিশের নাকা পয়েন্টে আসতেই, গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে গাড়ির কেবিন থেকে উদ্ধার হল। চুয়াত্তর পেকেটে মোট চৌদ্দশো আশি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারি মূল্য এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। জানা গেছে, এই বৃহৎ পরিমাণ গাঁজা গুলো আগরতলা থেকে গুয়াহাটি নিয়ে যাচ্ছিল লরি চালক মনোহর আলী। তার বাড়ি উত্তর প্রদেশের এলাহাবাদে। চালককে আটক করে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু জাতীয় সড়কের উপর এতগুলি থানা অতিক্রম করে কিভাবে গাঁজা পাচার করতে সফল হয়েছে লরি চালক। এর পেছনে কোন ধরনের গোপন বোঝাপড়া পুলিশের সাথে লরি চালককে রয়েছে কিনা, উঠেছে প্রশ্ন।