স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : কোনাবন সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে বাংলাদেশ বাইক পাচারকালে এলাকার যুবকদের হাতে আটক বাংলাদেশী এক যুবক। জানা যায় বাইক পাচার করার উদ্দেশ্যে একটি বাইক নিয়ে কোনাবন সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করতে দেখতে পায় । সঙ্গে সঙ্গে খবর পাঠায় থানায়।
এলাকার যুবকরা জড়ো হয়ে বেরিকেড দিয়ে রাখে বাইক পাচারকারীদের। আটক করা হয় বাংলাদেশি যুবক সাকিবুল হাসানকে। বাড়ী বাংলাদেশ গুচ্ছগ্রাম । অন্যদিকে ভারতীয় দুই যুবক ও বাংলাদেশী দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশী বাইক পাচারকারী সাকিবুল হাসানকে আটক করে এলাকার যুবকরা প্রথমে উত্তম-মাধ্যম দেয়। দীর্ঘদিন যাবৎ কোনাবন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী বাইক পাচারকারীরা ভারতে বাইক পাচারকারীদের সঙ্গে করে চুরি করে বহু বাইক বাংলাদেশে পাচার করে যাচ্ছে। পরে মধুপুর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়। আটক যুবকের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের নগদ অর্থ সহ বিভিন্ন চাবি।