স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : হাতে ছেলের ছবি নিয়ে শরিফুলের মায়ের বুক ফাটা আর্তনাদ -বাবা তুমি কোথায় আছো, এত সুন্দর চেহারা নিয়ে? চোখে চশমা পরা! কোথায় তুমি বাবা? এ কথাগুলি বলে ছেলের ছবিকে চোখের আড়াল করতে চাইছেন না শরিফুলের মা। গত ৮ জুন নিখোঁজ হয়েছিল ইন্দ্রনগরের বাসিন্দা শরিফুল হাসান। সেই দিন রাতেই তাকে নির্মল ভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। হত্যার পর তার মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করা হয়। কিন্তু পুলিশের সঠিক তদন্তে তা আর সম্ভব হয়নি।
গণ্ডাছড়ার এক পান দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তার মৃত দেহ। পুলিশ ঘটনার তদন্তে নেমে এই ঘটনার সাথে যুক্ত ৬ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ধৃতরা বর্তমানে আদালতের নির্দেশে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। এইদিকে পুত্র হারা মা-বাবা বর্তমানে নিজ বাড়িতে কান্নায় বুক ভাসাচ্ছে। পুত্র হারা মা ছেলের ছবি বুকে নিয়ে চিৎকার করে কান্না করে যাচ্ছেন। পুত্র হারা পিতা এক প্রকার পাথর হয়ে গেছেন। কান্না করতে করতে চোখের জল সুকিয়ে গেছে। যাকে হাতের কাছে পাচ্ছেন তাকে ধরে কান্নায় ভেঙ্গে পড়ছেন। পুত্র শোঁকে কাতর পিতার মুখ্যমন্ত্রীর প্রতি একটার আর্জি আর কোন মা-বাবার বুক যেন অকালে খালি না হয়, তার জন্য অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করা হোক। ইন্দ্রনগর এলাকায় ভদ্র হিসাবে পরিচিত ছিল শরিফুল। এলাকার সকলের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তার অকাল মৃত্যুতে ব্যথিত গোটা এলাকার লোকজন। সকলে চাইছে শরিফুলের হত্যাকারিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক। এখন দেখার আদালত অভিযুক্তদের কি সাজা দেয়।