স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : আমবাসার নাইলাহা বাড়ি এসবি স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। নাইলাহা বাড়ি এসবি স্কুলটির হাল বর্তমানে বেহাল হয়ে গেছে। বিদ্যালয়ের একটি পাশের মাটি ক্রমশ ভাঙ্গতে শুরু করেছে। তাই বিদ্যালয়ের মাটি ভাঙ্গন বন্ধ করতে এবং নতুন বিদ্যালয়ের দাবিতে শুক্রবার বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের স্টাফ রুমে রেখে তালা ঝুলিয়ে দেয়। বিদ্যালয়টি আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে টিলার উপরে রয়েছে।
আর বিদ্যালয়ের এক পাশ দিয়ে বয়ে গেছে একটি ছড়া। ছড়ার দিকে বিদ্যালয়ের মাটি ক্রমশ ভাঙ্গতে শুরু করেছে। এই ভাবে চলতে থাকলে একটা সময় বিদ্যালয়টি ছড়ার জলে তলিয়ে যাবে। অভিভাবকরা জানান বিদ্যালয়ের মাটি ভাঙ্গনের ফলে পড়ুয়ারা খেলা ধুলা করতে পারে না। বিদ্যালয়ের জন্য পর্যাপ্ত জায়গা নেই। নতুন করে বিদ্যালয় নির্মাণের দাবিতে এইদিন স্কুলে তালা দেওয়া হয়েছে। বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় আমবাসা থানার ওসি ও বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত। পরবর্তী সময় আলোচনাক্রমে বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়।

