Wednesday, August 10, 2022
বাড়িরাজ্যদল পাল্টানোর মাস্টার এবার আজাদ সমাজ পার্টিতে

দল পাল্টানোর মাস্টার এবার আজাদ সমাজ পার্টিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : তৃণমূল কংগ্রেস থেকে এবার আজাদ সমাজ পার্টিতে মোড় নিলেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। আসন্ন উপনির্বাচনে ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী মেজর ব্রজলাল দেবনাথের জন্য ভোট চাইলেন আশিস দাস। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বলেন, রাজ্যের মানুষ ভাবতে পারেন দল বদলানোর মাস্টার হয়ে গেছেন আশিস দাস।

কিন্তু এটা মূল বিষয় নয়। সততার সাথে যদি রাজনীতি করতে না পারেন, তাহলে সেই দলে থাকবেন না তিনি। জীবনে যদি শেষ দল হয়ে থাকে সেটা হবে আজাদ সমাজ পার্টি। আর রাজনীতি করবেন পশ্চাৎপদ মানুষের জন্য বলে জানান আশিস দাস। তিনি আরো বলেন, বর্তমানে ১০ শতাংশ মানুষ দেশে ৯০ শতাংশ মানুষের সাথে রাজনীতি করছে। আগামী দিনে ৯০ শতাংশ মানুষ দেশে ১০ শতাংশ মানুষের সাথে রাজনীতি করবে। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে বিভাজন তৈরী করে পিছিয়ে পড়া মানুষের বিনাশ করা হবে বলে জানান আশিস দাস। সাংবাদিক সম্মেলনে আজাদ সমাজ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য